Blog Details

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের উদ্যোগে একুশে টেলিভিশনে অনুষ্ঠান

06 Oct 2025 - clippings
shape
shape
shape

প্রতি বছর ২৯ সেপ্টেম্বর সারাবিশ্বে পালিত হয়ে আসছে বিশ্ব হার্ট দিবস। আমাদের দেশে জনসাধারণকে হৃদরোগের ব্যাপারে সচেতন করার লক্ষ্যে এ-বছর হেলো-আইপিডিআই ফাউন্ডেশন মাসব্যাপী নানা কর্মসূচী পালন করে আসছে৷ এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর, বুধবার, সন্ধ্যা ৬ঃ১৫ টায় একুশে টেলিভিশনে হেলো-আইপিডিআই আয়োজিত `হৃদয়ের যত্নে হৃদয়বান হই ` অনুষ্ঠানটি প্রচারিত হয় । এ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞগণ বাংলাদেশের হৃদরোগ পরিস্থিতি, প্রতিকার ও চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

Comment